যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত এক মাসে চোরাই ৪৪টি মোবাইল উদ্ধার করে মালিকের কাছে ফেরত দিয়েছে। এছাড়া ভুল করে বিকাশে অন্য নাম্বারে যাওয়া আটজনের টাকা, হ্যাক হয়ে যাওয়া ১৪টি ফেসবুক আইডি এবং মিসিং হওয়া তিনজন ভিকটিমকে উদ্ধার করেছে।
শনিবার (৪ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে এ কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার।
তিনি বলেন, গত মে ২০২২ সালে বিভিন্ন থানায় মোবাইল চুরির যে সমস্থ অভিযোগ বা জিডি হয়েছে। জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তি ব্যবহার করে ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়া আটজন ব্যক্তির ভুল করে অন্য বিকাশ নাম্বারে যাওয়া এক লাখ ২৬ হাজার ১৮৫ টাকা ও ১৪টি ফেসবুক হ্যাক আইডি এবং মিসিং হওয়া অভয়নগরের দুইজন কিশোরী ও এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ৪৪ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকাশের টাকা গুলোও উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেয়া হয়েছে। ১৪ টি হ্যাক হওয়া ফেসবুক আইডি ফেরত দেয়া হয়েছে।
জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যবৃন্দ ও ভুক্তভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।