যশোর সদরের নুরপুর গ্রামে এক শিশু পল্লী চিকিৎসের ভুল চিকিৎসায় মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত রাবেয়া (৮) নুরপুর প্রাইমারি স্কুল এলাকার ড্রাইভার আব্দুর রহিমের মেয়ে। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী পল্লী ডাক্তার মিঠুকে অবরোধ করে রাখে, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে যায়।
অভিযোগে জানা যায়, নুরপুর গ্রামের রহিমের শিশু কণ্যা রাবেয়া কয়েকদিন যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে গ্রামের পলী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে। জ্বর না কমায় শিশুর পরিবার ওইদিন সন্ধ্যায় একই গ্রামের পলী চিকিৎসক মিঠুর কাছে নিয়ে যায়। মিঠু শিশুটির কিছু ওষুধ দেয়। এরপর রাতে হঠাৎ শিশুটি মারা গেলে এলাকায় প্রচার হয় ডাক্তারের ভুল চিকিৎসায় রাবেয়া মারা গেছে। এ কথায় এলাকাবাসী ডাক্তার মিঠুকে অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ নুরপুর গ্রামে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশু রাবেয়া মারা গেছে এমন খবরে এলাকাবাসী চিকিৎসক মিঠুকে অবরোধ করে রাখে। পরে নিহত শিশুর পরিবারের সাথে কথা বলা জানা যায় শিশুটি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে ডাক্তার মিঠুর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি।