যশোরে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবসটি উপলক্ষে প্রথমে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এছাড়া শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও দলীয় কার্যালয়ে ৪৯ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা রেব করেন নেতাকর্মীরা। শোভাযাত্রা শহরের চৌরাস্তা, চারখাম্বা, সার্কিট হাউজ মোড় হয়ে জজ কোটের সামনে হয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে ফুলেল শ্রদ্ধা জানায়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সমাবেশে বক্তব্য দেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে অংশ নেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুবোল রায়, বিপ্লব রায়, জাহিদুর রহমান লাবু, শফিকুল ইসলাম পারভেজ, শফিকুল ইসলাম শফিক, রবিউল ইসলাম বাবলু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজাহারুল ইসলাম মাজাহার, শহীদুজ্জামান শহীদ, শহর যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান মিলু, যুগ্ম আহবায়ক সোলাইমান খান রাফেল প্রমুখ।
খুলনা গেজেট/এএ