যশোর শিল্প সহায়ক কেন্দ্রের উদ্যোগে নতুন উদ্যোক্তাদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ চলবে ১২ নভেম্বর পর্যন্ত। রোববার সকাল সাড়ে ৯টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের উপ মহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন। প্রশিক্ষণে অংশ নিয়েছেন ২৬ জন নতুন উদ্যোক্তা।
প্রশিক্ষণের শুরুতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর উপরে একটি ডকুমেন্টারি দেখানো হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা বেকারত্ব হ্রাস, ক্ষুদ্র ও কুটির শিল্পে ঋণদান পদ্ধতি,আত্মনির্ভরশীলতা অর্জনের কৌশলসমূহ, সফল উদ্যোক্তা হবার কৌশলসহ স্বনির্ভর দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এছাড়া এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ব্যাংক ঋণের খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন। এটি ছিল ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয় প্রশিক্ষণ কোর্স, পরবর্তীতে এ ধরনের আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি অগ্রণী ব্যাংক ঝুমঝুমপুর শাখা ম্যানেজার শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন প্রমোশন অফিসার আজহারুল ইসলাম।
খুলনা গেজেট/এ হোসেন