যশোর শহরের আরএন রোডের দুটি দোকানে অভিযান চালিয়েছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। অনুমোদনবিহীন নকল মবিল বোতলজাতকরণ ও বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যশোর ও বিএসটিআই কর্মকর্তারা অংশ নেন।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেঃ নাজিউর রহমান জানান, তারা জানতে পারেন আরএন রোডের অনি অটোমোবাইল ও শিহাব এন্টারপ্রাইজে নকল মবিল বিক্রি হচ্ছে। ওই মোবিল তারা নিজেরাই বোতলজাত করছে। এরই প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে অনি অটোমোবাইলে নকল মবিল হাতেনাতে ধরে মালিক তরিকুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা ও শিহাব এন্টারপ্রাইজের মালিক হামজা হোসেনের কাছ থেকে আরও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান চলাকালে ওই এলাকার দোকানগুলো অসাধু ব্যবসায়ীরা কৌশলে বন্ধ করে সটকে পড়ে।
খুলনা গেজেট/ আ হ আ