সারাদেশে ধর্ষণসহ অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে শহরের দড়াটানা চত্তর। বৃহস্পতিবার সকালে শহরের দড়াটানা মোড় অবরুদ্ধ করে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। এসময় ধর্ষণকারীর ফাঁসির দাবিতে স্লোগান ও বক্তৃতা করা হয়।
যশোরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কয়েকশ’ শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে দড়াটানায় জড়ো হয়। তাদের দাবি সারাদেশের ধর্ষণকারীদের আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে। যাতে দেশে আর কেউ ধর্ষণের সাহস না দেখায়।
শিক্ষার্থীরা যেসব ফেস্টুন বহন করেছিল তাতে লেখা ছিল, ‘কাপুরুষ বদলে যাও, ধর্ষক নয়-পুরুষ হও’, ‘থু ধর্ষক থু,’, ‘এক দুই তিন চার-ধর্ষক তুই দেশ ছাড়’, ‘আমার বাংলায়-ধর্ষকদের ঠাঁই নাই’ ইত্যাদি। প্রায় এক ঘণ্টা অবস্থানকালে দড়াটানায় স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে একই দাবিতে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
খুলনা গেজেট/কেএম