যশোরে অস্ত্র-গুলিসহ বারান্দী মোল্লাপাড়ার চিহ্নিত সন্ত্রাসী এক ডজন মামলার আসামি শরিফুল ইসলাম জিতুকে গ্রেপ্তার করেছে সদর পুলিশ ফাঁড়ি সদস্যরা। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে শহরের বারান্দীপাড়া ঢাকা রোডের টেকনিক্যাল কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আটক শরিফুল ইসলাম জিতু শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
থানা পুুলিশ জানায়, গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে সদর পুলিশ ফাঁড়ির এসআই এমরানুর কবীর ঢাকা রোডের টেকনিক্যাল কলেজের সামনে অভিযান চালান। এসময় জিতুর অস্বাভাবিক আচরণে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে ধরে তল্লাশি করলে কোমরে গোজা একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জামান জানান, তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরণ, চাঁদাবাজি ও মাদক আইনে ১২টি মামলা রয়েছে। সম্প্রতি সে জামিনে মুক্তি পেয়ে আরও বেশি বেপোরোয়া হয়ে ওঠে। স্থানীয়রাও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।