খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় যুবককে গুলি করে হত্যা
  ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
  ব্রাজিলে দুর্ঘটনায় বাসে আগুন, পুড়ে নিহত ৩৮

যশোরে ট্রাকে আগুন দেবার সময় হাতেনাতে আটক ২, পেট্রোল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে দাড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয়ার সময় হাতেনাতে দুই যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি বোতল ভর্তি দু’লিটার পেট্রোল উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোর-মণিরামপুর সড়কের সদর উপজেলার কানাইতলায়।

আটককৃতরা হলেন সদর উপজেলার হামিদপুর উত্তরপাড়ার জসিম মোল্লার ছেলে মাসুম বিল্লাহ ও একই গ্রামের ইনছান আলী মোল্লার ছেলে রাজু আহম্মেদ। এছাড়া আটককৃতদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে র‌্যাব। রোববার রাত ১১ টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

বিফ্রিংয়ে মেজর সাকিব জানান, তাদের কাছে খবর আসে যশোর-মণিরামপুর সড়কে দুস্কৃতিকারীরা নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই ভিত্তিতে তারা যশোর ও মণিরামপুরের একাধিক স্পটে অবস্থান নেন। এর মধ্যে একটি টিম কানাইতলার গাজী হোটেল ক্যাফের সামনে ছিলো। পাশেই বেশ কয়েকটি ট্রাক পার্কিং করা ছিলো। এর মাঝে তিনটি মোটরসাইকেলে ৬/৭ জন এসে সেখানে নামে। পরে তারা একটি ট্রাকে পেট্রোল ঢালতে থাকে। তাৎক্ষণিক র‌্যাবের টিম তাদেরকে ধাওয়া করে। এ সময় ওই দু’জনকে আটক করা হয়। বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আটক দু’জনের কাছ থেকে দুটি বোতলে রাখা দু’লিটার পেট্রোল উদ্ধার হয়।

ওই ট্রাকের ড্রাইভার রাজিব খান জানান, তিনি ফরিদপুর থেকে (ঢাকা মেট্রো-ট-২০-৯৯২৮) নম্বরের ট্রাকটিতে সুতালি নিয়ে সাতক্ষীরার ভোমরা বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে গাজী হোটেলের সামনে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে তিনি হোটেলে ভাত খেতে গিয়েছিলেন। তখনই এ ঘটনা ঘটে।

ব্রিফিংয়ে র‌্যাব দাবি করে, হরতালকে কেন্দ্র করে সরকার বিরোধী নাশকতা কর্মকান্ডের অংশ হিসেবে পূর্ব পরিকল্পিতভাবে ট্রাকে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। এদিকে ঘটনার পরই ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। যশোর-মণিরামপুরসহ জেলার বিভিন্ন সড়কে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!