যশোর শহরের খড়কিতে রিকশা চালককে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টার দিকে খড়কি আপনমোড়ে।
আহত রিক্সাচালক জাহিদুল গাজী ওই এলাকার ভাড়াটিয়া ও খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের জব্বার আলী গাজীর ছেলে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহিদুল ও তার স্বজনেরা জানান, তাকে ফোন করে ডেকে নিয়ে যায় তৈমুর নামে এক ব্যক্তি। তার সাথে আরও কয়েকজন ছিলো। কিছু বুঝে উঠার আগেই তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এসময় তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জাহিদুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন শেষে আটক অভিযান চলছে।
খুলনা গেজেট/এইচ