যশোরে মেডিকেল ও নার্সিংয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। শনিবার সকাল থেকে জেনারেল হাসপাতালে তাদের চীনের সিনোফার্মের টিকা দেয়া হয়। এদিন দুপুর ২টা পর্যন্ত একশ’ সাতজন শিক্ষার্থী করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে ২০ জন ছেলে ও ৮৭ জন মেয়ে।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর জেলার জন্যে ১২ হাজার ডোজ টিকা এসেছে। প্রথম দিন কেবল যশোর মেডিকেল ও নার্সিং ইন্সটিটিউটের একশ’ সাতজন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে আরও বেশ কয়েকটি ক্যাটাগরির মানুষ চীনের পাঠানো সিনোফার্মের এ ভ্যাকসিন পাবেন।
তিনি জানান, পর্যায়ক্রমে যশোরের অন্যসব মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। আপাতত মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের টিকা দেয়ার নির্দেশ এসেছে। এরপর অন্য শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে।
টিকা পাবেন মেডিকেল টেকনোলজি কলেজের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, দাফন ও সৎকারে সংশ্লিষ্টরা, বিদেশগামী মানুষ, চীনা নাগরিক, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীসহ যারা করোনা মোকাবিলায় ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন। যারা এর আগে টিকার প্রথম ডোজ নেয়ার জন্যে আগে রেজিস্ট্রেশন করেছেন তারাও সিনোফার্মের এ টিকা পাবেন।
যশোর জেনারেল হাসপাতালের একটি কক্ষের দু’টি বুথে টিকা দেয়া হচ্ছে। এখানে অন্য কোনো সেন্টার করা হবে না। আর যারা প্রথম ডোজ পেয়েছেন তারা এবার দ্বিতীয় ডোজ পাবেন।