যশোরে গ্রিল কেটে ঘরে ঢুকে ঘুমন্ত দম্পতিকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে শহরের রেলরোডে ফুড গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। আহত কৃষি ব্যাংকের সাবেক অডিট অফিসার মুস্তাফিজুর রহমান (৬৪) ও তার স্ত্রী চারমিনা খানমকে (৪২) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন মুস্তাফিজুর রহমান বলেন, তিনি তার বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রীসহ ঘুমিয়ে ছিলেন। এদিন গভীর রাতে দুর্বৃত্তরা ভবনের দক্ষিণ পাশের গাছ বেয়ে উপরে ওঠে জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এরপর তারা ঘুমন্ত অবস্থায় মুস্তাফিজুরের বুক, পেট, ঘাড়, তলপেট ও পিঠে আটটি ছুরিকাঘাত করে। এসময় তার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। অবশ্য এসময় তারা বাড়ি থেকে কোন মালামাল নিয়ে যেতে পারেনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসাপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার রায়হান কবীরের উদ্ধৃতি দিয়ে বলেন, আহত দম্পতির রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। এখন তারা শঙ্কামুক্ত।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের করলে মামলা হবে।
খুলনা গেজেট/এনএম