যশোরে রিপন হোসেন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে মারপিট করে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন কসবা ঘোষপাড়া বাঁশতলায় এ হামলার ঘটনা ঘটে।
আহত রিপন ঘোষপাড়ার নাসির উদ্দিনের ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রিপনের স্বজনরা জানান, শুক্রবার রাতে রিপন শহর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় স্থানীয় কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের নেতৃত্বে উজ্জ্বল, রুম্মন, শাকিল, টুটুল, মাসুমসহ ৮/ ১০ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এসময় তারা হকস্টিক, রড ও স্টিলের পাইপ দিয়ে রিপনকে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে মৃত ভেবে তাকে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ বলেন, রিপনের শরীরে চাপা আঘাতের চিহ্ন রয়েছে। যা খুবই গুরুতর। ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, শহরে একজনকে মারপিট করা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনো জানতে পারিনি।