খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

যশোরে করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৩ জন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৫ জন ও উপসর্গে দু’জন মারা গেছেন। এসময়ে জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৩ জন। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে সোমবার ভর্তি রয়েছেন ৭৮ জন ও ইয়েলোজোনে ২৪ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯৮টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৩ দশমিক ৯১ শতাংশ। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৩২১টি নমুনা পরীক্ষায় ৮৩ জন, হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন ২৬২টি পরীক্ষায় ৫৮ জন, জিন এক্সপার্ট ৮টি পরীক্ষায় ২ জনের শনাক্ত হয়।

এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭টি নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি। যশোরে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৮৭৩ জন, সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৯২ জন ও মোট মৃত্যুবরণ করেছেন ৪০১ জন।

শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ৯২ জন, কেশবপুরে ২, ঝিকরগাছায় ১৫ জন, অভয়নগরে ১২ জন, মণিরামপুরে ৬ জন, বাঘারপাড়ায় ২ জন, শার্শায় ৬ জন ও চৌগাছায় ৮ জন রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!