খুলনা, বাংলাদেশ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন সংবিধান প্রণয়ন হওয়া পর‌্যন্ত ৭২’র সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে, ছোট আইন করেও বড় পরিবর্তন সম্ভব : আসিফ নজরুল
  রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ
  এ মাসের শেষে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অফিস

যশোরে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৮.২৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে মোট ৩৩৯টি নমুনা পরীক্ষায় ৭৩ জন, হাসপাতালের রেপিড এন্টিজেন ১৩২টি পরীক্ষায় ১৪ জনের পজিটিভ হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬টি নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি। এদিন পরীক্ষা অনুসারে শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ।

এ নিয়ে যশোরে মোট শনাক্ত হলো ২০ হাজার ৫৯২ জন ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জন। এদিন যশোরে নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় এলাকায় সর্বোচ্চ ৫২ জন, কেশবপুরে ১ জন, ঝিকরগাছায় ৭ জন, অভয়নগরে ৭ জন, মনিরামপুরে ৬ জন, শার্শায় ৬ জন ও চৌগাছায় ২ জন রয়েছেন। এ দিন পর্যন্ত হাসপাতালের রেডজোনে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭০ জন ও ইউলোজোনে ২১ জন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!