যশোরের উপশহরের একটি এগ্রোফার্ম কোম্পানির অফিসে চাঁদাবাজি ও ম্যানেজারকে মারপিট করার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছেন ইম্পোরিয়াল এগ্রোফার্ম কোম্পানি যশোরের ম্যানেজার টিপু সুলতান।
আটককৃতরা হলো, শহরের শেখহাটি জামরুলতলা এলাকার আবু সাঈদ, উপশহর সাত নম্বর সেক্টরের সৈয়দ নাসিম আহমেদ এবং শেখহাটি জামরুলতলার ইমন। মামলার পলাতক আসামিরা হলো, উপশহর সাত নম্বর সেক্টরের শামীম, শেখহাটি জামরুলতলার মিলন ও অভি।
টিপু সুলতান মামলায় বলেছেন, তার কোম্পানির অফিস যশোর শিক্ষবোর্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে বজলুর রহমানের বাড়ির নীচতলায়। আসামিরা শনিবার (২২ জুন) দুপুর ১টার দিকে ওই অফিসে গিয়ে ম্যানেজার টিপু সুলতানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি এ টাকা দিতে অস্বীকার করায় নানা হুমকি ধামকি দেয়া হয়। পরে তার গলা ধরে বাইরে বের করে মারপিট করে চাঁদাবাজরা। এ সময় অফিসের সহকর্মীরা পুলিশে সংবাদ দিলে পুলিশ সেখান থেকে আবুু সাঈদ, নাসিম ও ইমনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় আরও কয়েকজন পালিয়ে যায়।
খুলনা গেজেট/এএজে