খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
  এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়

যশোরে এক দশক পর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এক দশকেরও বেশি সময় পর আয়োজন করা হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। যশোর চেম্বার অব কমার্সের উদ্যোগে শনিবার (১২ এপ্রিল) শহরের ঐতিহ্যবাহী টাউন হল মাঠে উদ্বোধন হয়েছে মাসব্যাপী এ মেলা। এদিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান। উপস্থিত ছিলেন মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম চান, সমন্বয়ক সাজ্জাদ হোসেন বাবুসহ ব্যবসায়ী ও সমাজিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, একজন উদ্যোক্তা যখন কোনো পণ্য উৎপাদন করেন, তখন সেটি প্রদর্শনের জন্য বড় একটি প্ল্যাটফর্ম হয় মেলা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। তবে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে উদ্যোক্তাদের জন্য ব্যবসার পথ মসৃণ হয় না, বরং তা কঠিন হয়ে ওঠে।

তিনি আরও বলেন, এ ধরনের মেলা কেবল বাণিজ্যিক কর্মকাণ্ড নয়, বরং স্থানীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরারও একটি মাধ্যম। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এমন আয়োজন আরও বাড়ানো দরকার।

এবারের মেলায় অংশ নিচ্ছে শতাধিক স্টল। থাকছে দেশি ও আন্তর্জাতিক মানের পোশাক, হস্তশিল্প, ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য, গৃহসজ্জা সামগ্রীসহ নানা ধরনের পণ্যের সমাহার। সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য ও উদ্ভাবন।

আয়োজকরা জানিয়েছেন, মাসব্যাপী এই মেলায় শিশুদের জন্য অসংখ্য বিনোদন রাইড রয়েছে। দর্শনার্থীদের জন্য থাকবে প্রবেশ মূল্য ১০ টাকা এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এক যুগ পর এমন একটি আয়োজন শহরবাসীকে যেমন উৎসাহী করেছে, তেমনি স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যেও নতুন আশার সঞ্চার ঘটিয়েছে। মেলার মাধ্যমে যশোরের অর্থনীতিতে নতুন গতি আসবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!