খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

যশোরে ইজিবাইক চালক আলামিন হত্যায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামে ইজিবাইক চালক আলামিন হত্যায় জড়িত চারজনকে আটক করেছে র‌্যাব। হত্যার ১৫ দিনের মধ্যে জড়িত ৩ জন ও এক সহযোগিকে আটক করা হয়েছে।

আটক আসামিরা হলো, যশোর ও শালিখা উপজেলা এলাকার আলামিন, জুয়েল খান, হারুন অর রশিদ, মোঃ রাসেল।

এসময় তাদের কাছ থেকে একটি ছুরি, ইজিবাইকের চারটি ব্যাটারি, একটি টায়ার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মাদ মোসতাক আহমদ ২৫ ডিসেম্বর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন যশোরের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার নাজিউর রহমান, লিগ্যাল ও মিডিয়া সিনিয়র এএসপি বজলুর রশীদ।

গত ৯ ডিসেম্বর ইজিবাইক ভাড়া করে খুনিরা চালক আলামিনকে যশোরের বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামে নিয়ে যায়।এরপর আলামিনের হাত-পা বেধে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। খুনিরা তার ইজিবাইকসহ সাথে থাকা টাকা পয়সা নিয়ে যায়। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়। এ মামলার সূত্র ধরে র‌্যাব সদস্যরা ওই চারজনকে আটক করেছে। আটককৃতরা প্রাথমিকভাবে আলামিন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!