যশোরে নতুন করে আরো চারশ’ ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসাথে জেনারেল হাসপাতালের রেড ও ইয়োলোজোনে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হয়েছে। এদের একজন করোনায় ও দু’জন উপসর্গ নিয়ে। এ নিয়ে গত সাতদিনে যশোর সদর উপজেলা এলাকায় নয়শ’ ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া, কেশবপুরে একশ’ ১৯ জন, ঝিকরগাছায় একশ’ ৫৫ জন, বাঘারপাড়ায় ৬২ জন, শার্শায় একশ’ ৯৯ জন, অভয়নগরে দুশ’ ৪৮ জন, মণিরামপুরে ৮৬ জন ও চৌগাছায় একশ’ ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের রেড ও ইয়োলোজোনে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঝিনাইদহের কোটচাঁদপুরের রজব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬৫)। ইয়োলোজোনে করোনার উপসর্গ নিয়ে মৃত দু’জন হলেন বেনাপোলের নমাজ গ্রামের আলেয়া খাতুন (৫০) ও শার্শার রঘুনাথপুর গ্রামের লতিক্ষা হোসেন (৭০)।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৭৩১টি নমুনায় ৩৯২ জন ও ২১৮ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৭৪ জনের করোনা পজিটিভ হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার আটশ’ ৫৬ জন। সুস্থ হয়েছে ছয় হাজার আটশ’ ৮৮ জন। মৃত্যু হয়েছে একশ’ ৩৪ জনের। রেডজোনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৯ ও ইয়োলোজোনা চিকিৎসাধীন ৫৩ জন।
তিনি আরও জানান, গত সাত দিনে যশোরে নয়শ’ ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৮ জুন ২৬৮ জন, ২৭ জুন ৫০ জন, ২৬ জুন ৩০৯ জন, ২৫ জুন ১৬১ জন, ২৪ জুন ৩৮ জন, ২৩ জুন ৩৬ জন ও ২২ জুন ১১৭ জনের শনাক্ত হয়েছে। এর বাইরে আরও খারাপ অবস্থায় রয়েছে অভয়নগর ও শার্শা উপজেলা। অভয়নগরে সাত দিনে দুইশ’ ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি