সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সোমবার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি অতিবাহিত হচ্ছে। এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যশোর-নড়াইল মহাসড়ক, যশোর-খুলনা মহাসড়ক, বকচর, ঝুমঝুমপুরসহ বিভিন্ন স্পটে মিছিল ও অবস্থান গ্রহণ করেন। এসময়ে তারা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। একইসাথে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের তিনটি সরকারি কলেজের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে।
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফায় টানা দু’দিনের অবরোধ কর্মসূচি সোমবার শেষ হচ্ছে। এদিন খুব সকালেই মহাসড়কগুলোতে বিক্ষোভে নামে বিএনপির নেতাকর্মীরা। তারা যশোর-বেনাপোল ও যশোর- চৌগাছা সড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ করে। এসময়ে তারা জনগনকে বিক্ষোভ কর্মসূচি পালনের আহবান জানান। এদিকে, ছাত্রদলের নেতাকর্মীরা এদিন ভোরে শার্শায় সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করেন।
একইসাথে সোমবার খুব সকালে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের তিনটি সরকারি কলেজের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। এরপর কলেজ কর্তৃপক্ষ এসে তালা ভেঙে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারিরা ক্যম্পাসে প্রবেশ করেন।
যশোর জেলা বিএনপির মিডিয়া সেলে বলা হয়েছে, সোমবার খুব সকালে অবরোধের সমর্থনে শহরের তিনটি সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয় জেলা ছাত্রদলের নোতাকর্মীরা। এসময়ে তারা সরকারি সিটি কলেজ, সরকারি এমএম কলেজ ও সরকারি পলিটেকনিক কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয়। যাতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা কলেজে প্রবেশ করতে না পারে। এরপর সকাল ৯টায় কলেজ কর্তৃপক্ষ গেটে তালা মারা দেখতে পেয়ে ভেঙে শিক্ষার্থীদের কলেজে প্রবেশের ব্যবস্থা করে দেন। এছাড়া, অবরোধের সমর্থনে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শহরতলীর বিভিন্ন সড়কে ও শার্শায় বিক্ষোভ মিছিল করেছে।
খুলনা গেজেট/এনএম