খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভিসি পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
  মারা গেছেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস, প্রধান উপদেষ্টার শোক
  ঝটিকা মিছিলের ঘটনায় হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা, মোট আটক ৪০

যশোরে অজ্ঞান পার্টির দুই সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অজ্ঞান পার্টির দুই সদস্যকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৬ মার্চ) যশোরের অতিরিক্ত দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন টিপু এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, চট্টগ্রাম জেলার ভুজপুর নতুন বাজারের মৃত এম এ চৌধুরীর ছেলে ও শহরের শংকরপুর আকবরের মোড়ের বাসিন্দা এম বি শামসুদ্দিন চৌধুরী এবং শহরের পুরাতন কসবা পুলিশ লাইন এলাকার মৃত শুকুর আলীর ছেলে লোকমান হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে লোকমান হোসেন শহরের নতুন বাস টার্মিনাল এলাকার গড়াই কাউন্টারের সামনে বসে ছিলেন। তার পাশে ছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাইফুল মন্ডল ও শান্তা সরকার। তাদেরকে অজ্ঞান পার্টির সদস্যরা কোমল পানির সাথে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে ৭৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। এসময় জনতার হাতে ধরা পড়ে যান ওই দুই আসামি।

পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় এসআই মাহাবুব আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই এসএম শামীম আকতার ২০১৬ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন।

রোববার এ মামলার রায় ঘোষণার সময় বিচারক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৩৭৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩২৮ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া, প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় শামসুদ্দিন চৌধুরী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অপর আসামি লোকমানকে সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!