খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

যশোরমুক্ত দিবসে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্যখচিত গাঢ় সবুজ পতাকা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বরের দিনটির মধ্যভাগে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনীরা। প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। আজ ঐতিহাসিক যশোর মুক্ত দিবস।

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এদিন সকাল ১০টায় টাউন হল মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালি। লাল সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। র‌্যালিটি শহরের ঈদগাহ ময়দান, চিত্রার মোড় হয়ে দড়াটানা দিয়ে বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। প্রায় দুই হাজার মানুষ অংশ নেন এ র‌্যালিতে।

র‌্যালির আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, বৃহত্তর যশোর জেলার বিএলএফ প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি ও বিএলএফ উপ প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম মুযহারুল ইসলাম মন্টু, যশোর সরকারি এম.এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (পিপিএম), শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে আবৃত্তি করেন শিক্ষক শ্রাবণী সুর। জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমীর শিল্পীরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস ও শিক্ষক আহসান হাবিব পারভেজ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!