যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারতীয়সহ ১০ করোনা রোগীকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাতজন ভারত ফেরত ও বাকি তিন জন করোনা আক্রান্ত রোগী। সোমবার (২৬ এপ্রিল) রাতের মধ্যেই তাদেরকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ফিরিয়ে আনা হবে। যশোর হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারত ফেরত রোগীরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার জালাল হোসেনের ছেলে মিলন হোসেন, সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার মনোতোষ সরদারের স্ত্রী শেফালী রাণী, যশোর বারান্দীপাড়া এলাকার বিশ্বনাথ দত্তের স্ত্রী মনিমালা দত্ত, রাজবাড়ি জেলার রামকান্তুপুর গ্রামের গোলাম রব্বানীর মেয়ে নাসিমা আক্তার, খুলনা প্ইাকগাছার আহমেদ সানার ছেলে আমিরুল সানা, খুলনা রুপসা এলাকার শের আলীর ছেলে সোহেল সরদার, খুলনা সদর উপজেলার কলিম কৃষ্ণের ছেলে বিবেকানন্দ।
এছাড়া, অন্য তিনজন পলাতক হলেন, সদরের পাঁচবাড়িয়া গ্রামের রব্উিলের স্ত্রী ফাতেমা, একই গ্রামের একরামুলের স্ত্রী রুমা, ওয়াপদা গ্যারেজ এলাকার মৃত ভদ্র বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস।
বিষয়টি নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়। তিনি বলেন, যশোর জেলার মধ্যে যারা পলাতক ছিলেন তাদের ৪ জনকে এদিন সন্ধ্যায় জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। এছাড়া খুলনাসহ অন্যান্য জেলার যারা ছিলেন তাদেরকে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের তত্বাবধানে রেখে যশোরে আনা হচ্ছে। সোমবার রাতেই মধ্যেই তারা যশোর হাসপাতালে পৌছে যাবে। এসময়ে পলাতকরা যাদের সংম্পর্শে গেছে তাদেরকেও আইশোলেশনে রাখা হবে বলে সুপার জানান।
খুলনা গেজেট/ এস আই