খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

যশোর বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৮১ হাজার, এক বেঞ্চে বসবে একজন

নিজস্ব প্রতিবেদক, যশোর

রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। দেশের ইতিহাসে এই প্রথম এক বেঞ্চে একজন প্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যশোর শিক্ষাবোর্ডের ২৯১টি কেন্দ্রে এবার পরীক্ষায় বসছে এক লাখ ৮১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৪৪২ জন ও ছাত্রী ৮৮ হাজার ৯৮৮ জন। এবারের পরীক্ষায় তিন হাজার ৪৫৪ জন ছাত্র বেশি অংশ নিচ্ছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, এবারের এসএসসিতে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এক লাখ ৫৭ হাজার ১৬৫ জন ও অনিয়মিত শিক্ষার্থী হিসেবে ২৩ হাজার ৯৭১ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার খাতাসহ অন্যান্য সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে পাঠানোসহ সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

বোর্ডের তথ্যানুযায়ী, এক লাখ ৮১ হাজার ৪৩০ পরীক্ষার্থীর মধ্যে যশোর জেলার ৫২ কেন্দ্রে অংশ নেবে ৩০ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। খুলনা জেলার ৫৮টি কেন্দ্রে অংশ নেবে ২৭ হাজার ২১৮ জন। বাগেরহাটের ২৭ কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৫৩১ জন, সাতক্ষীরার ২৭ কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৫৩১, কুষ্টিয়ার ৩০ কেন্দ্রে অংশ নেবে ২৫ হাজার ২৫১ জন, চুয়াডাঙ্গার ১৭টি কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ৬৭০ জন, মেহেরপুরের ১৩টি কেন্দ্রে অংশ নেবে ৮ হাজার ৭৭৮ জন, নড়াইলের ১৪টি কেন্দ্রে অংশ নেবে ৯ হাজার ৭৯৭ জন, ঝিনাইদহের ৩৬ কেন্দ্রে অংশ নেবে ২১ হাজার ৫২১ জন এবং মাগুরার ১৭টি কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবারের পরীক্ষায় প্রতিটি কেন্দ্রের কক্ষে এক বেঞ্চে একজন পরীক্ষার্থী অংশ নেবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার কেন্দ্র সচিবদের দায়িত্ব অবহেলা কোনভাবে মেনে নেয়া হবে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!