যশোর-বেনাপোল রেলসড়কের নাভারন এলাকায় বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার আহত হয়েছেন।
রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে নাভারন সাতক্ষীরা মহাসড়কের একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিংয়ে কোনো গেটম্যান বা সতর্কতা সংকেত ছিল না। ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হেলপার কাওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, দুর্ঘটনার পরই পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। বিকেল সাড়ে ৫টায় বেত্রাবতী এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও ইঞ্জিন মেরামতের কারণে ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।
খুলনা গেজেট/এমএনএস