বিপ্লব শেখ (২৫) নামে বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চর মহেশপুর গ্রাম থেকে তাকে আটক করে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন পত্রিকায় বিকাশে প্রতারণার সংবাদ দেখে যশোর পিবিআই অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান চলাকালে সাদমান আকিব হৃদয়সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে গত ২২ মার্চ যাশোর কোতোয়ালি মডেল থানা মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর পিবিআই এর এসআই দ্বৈপায়ন মন্ডলের নেতৃত্বে বুধবার বিপ্লব শেখকে তার বাড়ি শ্রীপুরের চর মহেশপুর গ্রাম হতে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও চারটি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়। পরে তাকে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বিপ্লব শেখ জানিয়েছে, যশোর, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া, খুলনা, বরিশালসহ বিভিন্ন শহরে তাদের প্রতারণা চক্রের ৪০ থেকে ৫০ জন সদস্য আছে। বিকাশ সদর দপ্তর ও বিকাশের এজেন্ট সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের বিকাশ একাউন্টের টাকা হাতিয়ে নেয়া তাদের মূল উদ্দেশ্য।
খুলনা গেজেট/এনএম