যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ সিনিয়র জেনারেল ম্যানেজার ইছহাক আলীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে মামলাটি করেছেন সমিতির কর্মী শাহানুর রহমান। এর আগে অর্ধশত কর্মী কোতোয়ালি থানায় অবস্থান নিয়ে ইছহাক আলীকে আটকের দাবি জানান।
বাদী মামলায় উল্লেখ করেন, বাদীসহ কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সমিতি কার্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিলেন। তারা মানববন্ধনও করেন। এতে ক্ষিপ্ত হন সিনিয়র জেনারেল ম্যানেজার ইছহাক আলী। তিনি ৭ অক্টোবর যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন কর্মকর্তা, লাইনম্যানসহ ৩৮ জন এমআরসিএমকে হয়রানিমূলকভাবে একযোগে বদলি করেন। এরপর নাটক সাজান ইছহাক। তাদের দাবি মানা হবে বলে আশ্বাস দিয়ে বিকেলে তার রুমে ডেকে নিয়ে যান বাদীকে। এর আগে থেকে ওই রুমে বহিরাগত কয়েকজন সন্ত্রাসীদের রেখে দেন ইছহাক। রুমে ডেকে তাকে নানা ধরনের হুমকি ধামকি দেন। এ সময় আগে থেকে ওই রুমে থাকা সন্ত্রাসীরা তাকে মারধর করে হত্যার হুমকি দেয়। এমনকি তারাই অফিস ভাঙচুর করে চলে যায়। পরে তার সহকর্মীরা গিয়ে শাহানুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বৃহস্পতিবার বাদী থানায় হাজির হয়ে অভিযোগ দেন। পরবর্তীতে রাতে এ বিষয়ে মামলা রেকর্ড হয়।
খুলনা গেজেট/এনএম