যশোর থেকে সরাসরি কক্সবাজার রুটে আরো একটি বিমান যোগ হয়েছে। বুধবার থেকে ফ্লাইট চালু করেছে নভোএয়ার। সকালে যশোর বিমানবন্দরে কেককেটে এ ফ্লাইট উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও নভোএয়ারের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, কক্সবাজার ভ্রমণ করতে মানুষকে অনেক পথ পাড়ি দিতে হয়। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে মানুষ অসুস্থ হয়ে পড়ে। এই ফ্লাইট চালু হবার পর সেটি লাঘব হলো। আকাশ পথে একঘন্টার জার্নিতে পৌছে যাওয়া যাবে কক্সবাজারে। যদিও পদ্মা এবং কালনা সেতু চালু হওয়ার পরে বিমানে যাত্রী চাহিদা অনেক কমে গেছে। দক্ষিণাঞ্চলের মানুষের সাথে সড়ক পথে ঢাকার যোগাযোগ অনেক সহজ হয়েছে। পর্যাপ্ত যাত্রী না হলে দীর্ঘদিন লস দিয়ে বিমান চালানো যাবে না।
এদিকে, সরাসরি নভোএয়ারের ফ্লাইটটি যশোর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সপ্তাহের বুধবার বেলা ১১ টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। সময় লাগবে একঘন্টা ১০ মিনিট। এ রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। অবশ্য এর আগে যশোর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করে ইউএস বাংলা এয়ারলাইন্স। তাদের ফ্লাইটও সপ্তাহে একদিন যশোর থেকে কক্সবাজারে চলাচল করছে।