খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত
  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
জ্বালানি তেলের দাম বৃদ্ধি

যশোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, যশোর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারাদেশে সকল গণপরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিকদের সংগঠন। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টুু। ঢাকা ছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভায় এ ঘোষণা দেয়া হয়েছে। সভায় তারা জানান, ডিজেল প্রতি লিটার ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। যা পরিবহন সেক্টরের ক্ষতির কারণ।

শ্রমিক নেতারা আরও জানান, বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে সারাদেশের পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। এসব বৈঠক থেকেই ভাড়া বৃদ্ধির ঘোষণা না দেয়া পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি বৈঠকে অংশ নেন যশোর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি পবিত্র কাপুড়িয়া, যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফুলু, চাঁচড়া শ্রমিক ইউনিয়নের (৪৬২) সভাপতি বিশ্বনাথ বিষুসহ অন্যান্যরা।

সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের আয় ও জীবনযাপনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে মহামারি করোনাভাইরাস। করোনার প্রকোপ কমে এলেও সাধারণ মানুষের জীবনে এখনো এর প্রভাব রয়ে গেছে। অনেকের আয় কমে গেছে। এ পরিস্থিতিতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। কারণ ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার কারণে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে যাবে। ফলে, বাড়বে সব ধরনের দ্রব্যের মূল্যও। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাবে। পাশাপাশি মূল্যস্ফীতিও বাড়বে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!