যশোরে এবার কারাগারে বন্দিদের টিকা দেয়া শুরু হয়েছে। সোমবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কেন্দ্রীয় কারাগারের নয়শ’ ৫৬ বন্দিকে করোনার টিকা দেয়া হয়েছে। টিকাদান কার্যক্রম তদারকি করেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
যশোর কারাগার ও সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে হয়নি। বিশেষ ব্যবস্থায় তাদেরকে টিকা দেয়া হচ্ছে। তাদের নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর ও যাদের এনআইডি আছে তার নম্বর রেখে টিকা দেয়া হচ্ছে। কারাগারে থেকে যেসব বন্দি টিকার প্রথম ডোজ গ্রহণ করবেন, তাদেরকে সেখানেই দ্বিতীয় ডোজ দেয়া হবে। আবার যেসব বন্দি প্রথম ডোজ টিকা নেয়ার পর জামিনে মুক্তি পাবেন, তারা বাইরে থেকে কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন। এ জন্য তাদেরকে একটি করে কার্ড দেয়া হচ্ছে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে। দিনব্যাপী এ কার্যক্রমে বন্দিদের স্বত:স্ফূর্ত অংশ গ্রহণ ছিল।
টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান, ডেপুটি সিভিল সার্জন সাইনুর সামাদসহ কারাগার ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান জানান, কারাগারে আটক সকল বন্দিকে করোনা টিকা প্রদানের আওতায় আনা হয়েছে। কারাগারে নতুন ও পুরাতন বন্দিদের মধ্যে এদিন নয়শ’ ৫৬ জন করোনা টিকার আওতায় ছিলেন। তিনি বলেন, যারা নতুনভাবে কারাগারে আসবে, তাদেরকেও টিকার আওতায় আনা হবে। এ জন্য স্বাস্থ্য বিভাগের সাথে তাদের কথা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই