খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

যশোর উপজেলা নির্বাচনে নীরা-নূরুন্নবীর মনোনয়নপত্র বৈধ

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলা চেয়ারম্যান উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নূরজাহান ইসলাম নীরা ও বিএনপির প্রার্থী নূরুন্নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধতা ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এছাড়া মনোনয়নপত্রের সঙ্গে ভোটার তালিকা ও হলফনামায় ভুল তথ্য থাকায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও বিএনপি নেতা সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকতা হুমায়ুন কবীর।

এর ফলে দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্ব›িদ্ধতাা হতে যাচ্ছে স্থানীয় সরকারের এ নির্বাচনে।

রিটার্নিং অফিসার জানান, মোহিত নাথের সরবরাহকৃত ভোটার তালিকার একজন নিজে স্বাক্ষর করেননি, বিষয়টি নিশ্চিত হয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। সিরাজুল ইসলামের ভোটার তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর থাকায় বাতিল হয়েছে। এছাড়াও তার হলফনামায় অসঙ্গতি ছিল।

শনিবার যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদের, সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক উপদফতর সম্পাদক সাইফুল ইসলাম তুহিন, যুব মহিলা লীগের সভাপতি মুঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক লুৎফুল কবীর বিজু, সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, জেলা পরিষদের সদস্য হাজিরা পারভীন, বিএনপির প্রার্থী নুরুন্নবী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা সাধারণ সম্পাদক কাজী আজম প্রমুখ।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!