সারা দেশের ন্যায় যশোর আদালতের কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, জুডিশিয়াল সার্ভিস স্কেলে বেতন-ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের ৫ দফা দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করে কর্মচারীরা।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আদালত চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুই শতাধিক কর্মচারী অংশ নেন।
এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোনায়েম কবীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহআলম। তারা বলেন, দীর্ঘদিন ধরেই ন্যায্য দাবি জানিয়ে আসলেও সরকার কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে গেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আদালত কর্মচারীরা আশাবাদী হলেও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে তাদের দাবিগুলোর প্রতিফলন ঘটেনি। উল্টো পদোন্নতির সুযোগ সীমিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস