যশোরে চাঁদাবাজির অভিযোগে সিআইডি পুলিশের এসআই খাঁন মোহাম্মদ ইনামুল হাসানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তিনি যশোর সিআইডি অফিসে কর্মরত। রোববার ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ফিউচার আউট সোর্সিং প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর শরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, যশোর শহরতলির খোলাডাঙ্গা সার গোডাউনের পাশে ফিউচার আউট সোর্সিং প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয়। শরিফুল ইসলাম ওই প্রতিষ্ঠানের ডাইরেক্টর। সিআইডি পুলিশের এএসআই খাঁন মোহাম্মদ ইনামুল হাসান গত ২৬ সেপ্টেম্বর ওই অফিসে গিয়ে প্রতিষ্ঠানকে ভুয়া বলে সেখানকার কর্মীর সাথে উচ্ছৃংঙ্খল আচরণ করেন।
এরপর ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ডাইরেক্টর শরিফুলের কাছে। চাঁদার এ টাকা না দিলে অফিস সিলগালা ও ডাইরেক্টরকে ক্রসফায়ারে দেয়ার হুমকি দেয়া হয়। এ কারণে ভয়ে পরদিন তার নিজস্ব বিকাশ নম্বর থেকে ইনামুলের ০১৭১০-০১৪৪৬৬ বিকাশ নম্বরে ২৫শ’ টাকা ও ২৯ সেপ্টেম্বর আরও ২৫শ’ টাকা বিকাশ করেন। এরপর অভিযুক্ত দারোগা খাঁন মোহাম্মদ ইনামুল হাসান বাকি ৪৫ হাজার টাকার জন্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাকে সময় দেন। চাঁদার বাকি টাকা না দেয়ায় তিনি ফোনে হুমকি দেয়ায় আদালতে এ মামলা করেছেন শরিফুল।
খুলনা গেজেট/এএ