খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

যশোর আইনজীবী সমিতিতে কাজী ফরিদ সভাপতি শাহীন সম্পাদক

যশোর প্রতিনিধি

যশোর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থীদের আইনজীবীদের ভরাডুবি হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি প্রার্থী কাজী ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহাজোট সমর্থিত কাদের-শাহীন পরিষদের শাহানুর আলম শাহীন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। নির্বাচনে সমিতির চারশ’ ৭৪ জন ভোটারের মধ্যে ৪৬৩ জন কেন্দ্রের ৮টি বুথে ভোট প্রতিদ্বন্দ্বিতায় অবর্তীণ হন। প্যানেল দু’টি হলো মহাজোট সমর্থিত কাদের-শাহীন পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ময়না-গফুর পরিষদ। এর বাইরে গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে শুধুমাত্র সভাপতি পদে প্রার্থী ছিলেন বারের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম।

ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমত হাসার বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে কাজী ফরিদুল ইসলাম ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহাজোট প্রার্থী গাজী আব্দুল কাদির পেয়েছেন ১৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মহাজোট সমর্থিত শাহানুর আলম শাহীন ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এম এ গফুর পেয়েছেন ১৭০ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ২৭৪ ভোট পেয়ে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, ১৯২ ভোটে জিএম আবু মুসা, যুগ্ম সম্পাদক পদে ২৩৮ ভোট পেয়ে আবুল কায়েস, সহকারী সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে জাহিদুল ইসলাম সুইট ও ২১২ ভোট পেয়ে নাসির উদ্দিন ও ২৩৪ ভোট পেয়ে নুরুজ্জামান খান গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ২৫৯ ভোট পেয়ে রেজাউর রহমান, ২৪৮ ভোট পেয়ে আব্দুল্লাহ আল মাসুদ, ২৪৭ ভোট পেয়ে সেলিম রেজা, ২৪৩ ভোট পেয়ে আরিফ শাহরিয়ার ও ২১০ ভোট পেয়ে নবকুমার কুন্ডু নির্বাচিত হয়েছেন।

এ ভোটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের মধ্যে দুইজন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে একজন গ্রন্থাগার সম্পাদক পদে ও অপরজন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া বামজোটের সাধারণ সম্পাদক প্রার্থী এবং বাকি সব পদে মহাজোট প্রার্থীরা বিজয় ছিনিয়ে নিয়েছেন।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!