যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ অক্টোবর পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে অনলাইনে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডাটাবেজ ও ব্যবস্থাপনায় ক্লাস নেয়ার প্রস্তুতি হিসেবে সকল শিক্ষককে কারিগরি প্রশিক্ষণও দেয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব নিয়মিত শিক্ষার্থীকে দেয়া হবে প্রাতিষ্ঠানিক ‘জি-সুইট’ ই-মেইল অ্যাড্রেস।
বুধবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৬২তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈশ্বিক মহামারির কারণে সদস্যদের অনেকে জুম অ্যাপের মাধ্যমে ভার্চ্যুয়ালি এবং অনেকে সশরীরে রিজেন্ট বোর্ডের সভায় অংশ নেন।
সভায় জানানো হয়, করোনা দুর্যোগে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী যবিপ্রবি পরবর্তী সেমিস্টারের ক্লাসসমূহ অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৭ অক্টোবর অনলাইনে ক্লাস শুরুর আগে আগামী ৫ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগকে শিক্ষার্থীদের ‘কোর্স বণ্টন’ সমাপ্তের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন, সেমিস্টার ফিস ও অন্যান্য ফি জমা দেয়ার তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। শিক্ষার্থীরা সশরীরেও বিশ্ববিদ্যালয়ে এসে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি-সমূহ জমা দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম