যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জেনোম সেন্টারে বুধবার ৯৭টি নমুনা পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। আর নেগেটিভ হয়েছে ১৭৫টি। মঙ্গলবার যশোর ও মাগুরা জেলার মোট ২৭২টি নমুনা পরীক্ষা করে বুধবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়।
যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ ল্যাবের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাব যশোরের ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৪টি নমুনা পজেটিভ রেজাল্ট হয়। আর মাগুরার ৫৮টি নমুনা পরীক্ষা করে পজেটিভ রেজাল্ট পাওয়া যায় ২৩টির। যবিপ্রবির পরীক্ষায় এর আগে কখনো একদিনে যশোর জেলায় এতো নমুনা পজেটিভ পাওয়া যায়নি। এর আগে একদিনে যশোরে করোনা পজেটিভ শনাক্তের সংখ্যা একশ’ ছাড়িয়েছিল। সেটি ছিল যশোর ও খুলনা ল্যাবের মিলিত ফলাফল।
পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। যশোরে শনাক্ত হওয়া নমুনার কতগুলো নতুন, আর কতগুলো ফলাআপ তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়। যাচাই-বাছাই শেষে নতুন রোগীদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণের জন্য তালিকা স্থানীয় প্রশাসনের কাছে পাঠানা হয়ে থাকে। মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী যশোর জেলায় করানাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ছিল এক হাজার ৮৫। এদের মধ্যে মারা গেছেন ১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৬৬ জন।
খুলনা গেজেট/এনএম