খুলনা, বাংলাদেশ | ১২ ফাল্গুন, ১৪৩১ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা
  এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ

যবিপ্রবিতে ৩৯ জনের করোনা নমুনা পজিটিভ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা পরীক্ষায় তিন জেলার ৩৯ টি নমুনা পজিটিভ হয়েছে। মঙ্গলবার রাতে পরীক্ষা শেষে বুধবার এ ফলাফল ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডা. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে যশোর, মাগুরা ও নড়াইল জেলার সন্দেহভাজন ২০২ করোনা রোগীর শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩৯টি পজিটিভ এবং ১৬৩টি নেগেটিভ হয়েছে।

এদিন যশোরের ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০ টি পজিটিভ হয়। এছাড়া মাগুরার ৪৯টি নমুনার মধ্যে আটটি এবং নড়াইলের ৪৫টি নমুনার মধ্যে ১১টি পজিটিভ ফলাফল দেয়। বুধবার পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট তিন সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলা মোট ৩ হাজার ৫৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪১ জন।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!