যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে মঙ্গলবার ঘোষিত ফলাফলে ১০৮টি নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে। সোমবার চার জেলার ২৭৯টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল ঘোষণা করা হয়।
যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন যশোরের ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৭টির ফলাফল পজেটিভ আসে। এছাড়া মাগুরার ৫৬টি নমুনার মধ্যে ২৩টি, সাতক্ষীরার ৬২টির মধ্যে ৩০টি এবং বাগেরহাটের ৬৩টির মধ্যে ১৮টি পজেটিভ হয়। পরীক্ষার রিপোর্ট মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট চার জেলার সিভিল সার্জনদের দপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।
খুলনা গেজেট / এনআইআর