যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৪০টি নমুনা পজেটিভ শনাক্ত করা হয়েছে। বুধবার পরীক্ষা
শেষে বৃহস্পতিবার এই ফলাফল ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য
ড. তানভীর ইসলাম এ তথ্য দিয়েছেন।
রিপোর্টে বলা হয়েছে, বুধবার যবিপ্রবি ল্যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার মোট ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২৫টি নেগেটিভ হয়েছে। বাকি ৪০টি নমুনা পজেটিভ। এর মধ্যে যশোরের ৭৬টি নমুনা পরীক্ষা করে ২০টি পজেটিভ শনাক্ত হয়। খুলনার দশটি নমুনা পরীক্ষা করে একটি, মাগুরার ২৫টির মধ্যে নয়টি, সাতক্ষীরার ৪২টির মধ্যে পাঁচটি এবং বাগেরহাটের ১২টির মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।
খুলনা গেজেট/এনএম