যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শাহরীন রহমান নামে এক শিক্ষার্থীকে মারপিটের মামলায় ৮ ছাত্রকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এস আই এজাজুল হক।
অভিযুক্তরা হলো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মণিরামপুর উপজেলার রামনাথপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল রানা, ঝিনাইদহের মহেশপুরের হুদাদূর্গাপুর গ্রামের মোশাররেফ হোসেনের ছেলে ইছাদ হোসেন, মনিকগঞ্জ সদরের সাহারাইল গ্রামের আব্দুল বারেকের ছেলে শাহিনুর ইসলাম, টাঙ্গাইল ঘাটাইলের ফতেরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম, কুষ্টিয়া ভেড়ামারার গোসাইলপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বেলাল হোসেন, কুড়িগ্রাম চিলমারির মৌজাখান গ্রামের মন্ডলপাড়ার আমিন শেখের ছেলে বিপুল শেখ ও নাটোর বাগতিগাড়ীর নওপাড়ার সুজাত আলীর ছেলে আশিকুজ্জামান।
মামলার সূত্রে জানা গেছে, শাহরীন রহমান যবিপ্রবির ফিজিক্যাল অ্যাডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের ৩ জুন বিকেলে শাহরীনসহ কয়েজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলছিল। এ খেলাকে কেন্দ্র করে দুইজন সিনিয়রের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে একজন আরেকজনকে ঘুষি মারে। মারামারি হওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। খেলা শেষে কয়েকজন কদমতলায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। এসময় আসামি শাহিনুর ইসলাম এসে শাহরীনকে মারপিট করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ৫ জুন গভীর রাতে শাহরীনকে তার কক্ষ থেকে ধরে নিয়ে আসামি হোসেল রানার রুমে নিয়ে আটকে রাখে। এরপর আসামিরা রুমের দরজা বন্দ করে মারপিট করলে শাহরীন জ্ঞান হারিয়ে ফেলে। একপর্যায়ে আসামিরা শাহরীনকে রুমের বাইরে ফেলে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শাহরীন রহমান কিছুটা সুস্থ্ হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। সেই মামলায় শনিবার আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা।
খুলনা গেজেট/ টিএ