খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যত দ্রæত সম্ভব আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নসহ দেশের সর্বাবস্থায় স্বাভাবিক পরিস্থিতি আনার পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। যারাই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবে তাদের হাতে দায়িত্ব দিয়ে ক্ষমতা থেকে বিদায় নেওয়াই এ সরকারের
কাজ বলেও তিনি উল্লেখ করেন। তবে তিনি জনগনকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি কোন কারনে ব্যর্থ হয় তাহলে দেশের কিপরিস্থিতি দাঁড়াবে সেটি বলা মুশকিল।

শনিবার শিরোমনি হাফিজিয়া মাদ্রাসায় তিন দিনব্যাপী ৬৫তম ওয়াজ মাহফিল ও শিক্ষার্থীদের দেস্তারবন্দি অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।

হজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার এক লাখ টাকারও বেশি হজে¦র খরচ কমিয়েছে সরকার। এছাড়া হজ¦যাত্রীদের সরাসরি ফ্লাইটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাহাজেও যাতে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয় সে চেষ্টাও করছে বর্তমান সরকার।

মাহফিলে প্রধান আলোচক ছিলেন, মাওলানা তারেক মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হক ও খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা
মনিরুজ্জামান ।

প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে দেনন্দিন জীবনে তা কাজে লাগাতে হবে। আল্লাহর দেওয়া নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে দেশের সমাজব্যবস্থা
পরিবর্তন হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার পাশর্^বর্তী খাস জমি মাদ্রাসার নামে বরাদ্দের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ওই জমি মাদ্রাসার নামে বরাদ্দ দেওয়া হবে।

রবিবার তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিন প্রধান অতিথি থাকবেন মাওলানা মুফতী আমির হামজা। বিশেষ অতিথি থাকবেন খুলনার বায়তুন নূর জামে মসজিদ’র খতিব মাওলানা আবুল বাশার জিহাদী। সভাপতিত্ব করবেন শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

খুলনা গেজেট/কেডি/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!