ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। রোববার (২০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল এলাকায় এ ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাঈন উদ্দিন জানান, উপজেলার বালিপাড়া ছোটপুল বাজার এলাকায় ট্রাক এবং সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনা স্থলেই পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, মারা যাওয়াদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।