মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধায় স্থানীয় জনতা জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলার’ সদস্য সন্দেহে ১৭ জনকে আটক করেছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আসগরাবাদ সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। তারা সিএনজিচালিত কয়েকটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। তাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে রাখা হয়েছে।
এর আগে শনিবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্মধার পূর্ব টাট্রিউলি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে জঙ্গি আস্তানা থেকে পালানো চিকিৎসক সোহেল তানজিমের স্ত্রীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের সঙ্গে তিনটি শিশুও ছিল।
ইউপি সদস্য দরছ মিয়া বলেন, গ্রামপুলিশ নিয়ে সিএনজি চালকদের সহযোগিতায় আটকদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে এসেছি। আটকরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রয়েছে।
কর্মধা ইউপির চেয়ারম্যান মুহিবুল ইসলাম বলেন, জঙ্গি সন্দেহে জনতা ১৭ জনকে আটক করে এনেছে। কুলাউড়া থানার পুলিশকে জানানো হয়েছে। তারা এসে যাচাইবাছাই করছেন। আটক ব্যক্তিদের নাম-ঠিকানা এখনো সংগ্রহ করা যায়নি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুছ ছালেক বলেন, জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে গেছেন স্থানীয়রা।
মৌলভীবাজারের পুলিশ সুপার মঞ্জুর রহমান জানান, খোঁজ-খবর নিয়ে যাছাইবাছাই শেষে বলা যাবে আটকরা কারা।
খুলনা গেজেট/এনএম