বাগেরহাটের মোড়েলগঞ্জে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের হামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ১০ টাকা কেজি দরের চাল বিতরণের সময় বর্তমান চেয়ারম্যান ও স্থগিত থাকা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা ঘটনাস্থলে গেলে দলটির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদার ও তার সমর্থকেরা হামলা করে। এতে চাল সুবিধাভোগীরাও আহত হন। আহতদের মধ্যে মিঠু রানী(৩৬), লিপি আক্তার(৩০), নাদিরা বেগম(৪০), ঊষা রানী বিশ্বাস(৬৫), ইলিয়াস হাওলাদার, ইসাহাক হাওলাদার, কৃষ্ণ মাষ্টার(৬৪) এনায়েত হাওলাদার(৫০) ইলিয়াস শিকদার(৪২)সহ রক্তাক্ত জখমীদেরকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিউধরা ফাঁড়ির পুলিশ ঘটনার সময় উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে মোড়েলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশের একটি বড় বহর নিয়ে বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, চাল বিতণের সময় বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের অনুসারীরা অতর্কিতে হামলা করে। এতে ৬ নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে ফেয়ার প্রাইজ চালের ডিলার রেহেনা বেগম বলেন, হামলাকারিরা প্রায় ৬০ হাজার টাকা ও কয়েক বস্তা চাল ছিনিয়ে নিয়ে গেছে।
এ সম্পর্কে ঘটনাস্থল থেকে থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।
এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
খুলনা গেজেট/কেএম