বাগেরহাটের মোরেলগঞ্জে সায়েম হাওলাদার নামে ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার বেলা ২ টার দিকে ঘর সংলগ্ন পুকুরে পাওয়া যায় তার মরদেহ।
সায়েম নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের সৌদি প্রবাসি কবির হাওলাদারের ছেলে। শিশুটির মা খাদিজা বেগম বলেন, মঙ্গলবার বেলা ১টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে ঘর সংলগ্ন পুকুরে তল্লাশি করে পাওয়া যায় তার মরদেহ।
ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার ও থানার দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন বিট অফিসার এসআই মিঠুন খান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এসজেড