খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
  কুয়েটে অনশনের ৪০ ঘণ্টা : ৫ শিক্ষার্থী অসুস্থ, দুর্বল হয়ে পড়ছেন আন্দোলনরত ২৬ জন

মোরেলগঞ্জে দুর্বৃত্তদের চেতনানাশকে একই পরিবারের ৫ জন হাসপাতালে

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক পদার্থ মিলিয়ে দেওয়ায় রাতের খাবার খেয়ে এক পরিবারের ৫ জনকে অজ্ঞান হয়ে পড়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের ইজিবাইক চালক আলাউদ্দিন ওরফে হৃদয় মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশি ও স্বজেনরা আহতদের উদ্ধার করে রাত ১২ টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা হচ্ছেন, হৃদয় মোল্লা(৩৮), তার স্ত্রী শিরিন বেগম(৩২), মেয়ে ওশিমনি(১৫), ছেলে আরাফাত হোসেন(১০) ও শ্বাশুড়ি হাসিনা বেগমকে(৫৫) উদ্ধার করে

বাড়ির মালামাল লুটের উদ্দেশে অজ্ঞাত দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনানাশক পদার্থ মিশিয়ে রেখেছে বলে দাবি করেছেন আহতদের স্বজনেরা।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!