বাগেরহাটের মোরেলগঞ্জে একটি আবাসিক এতিমখানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের নব্বইরশি বাসষ্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় এতিমখানার আবাসিকে থাকা ১৪ জন এতিম শিশুছাত্রসহ সকলে এতিমখানা সংলগ্ন মসজিদে নামাজে ছিলেন।
দুর্বৃত্তরা শিশুদের সকল কাপড়-চোপড়, বিছানা ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। ভাংচুর করা হয়েছে ফ্যান ও সিসি ক্যামেরা। এ ঘটনায় এতিমখানা ও পার্শ্ববর্তী এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে অনেক অভিভাবক তাদের শিশুদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য এতিমখানায় জড়ো হয়েছেন।
প্রয়াত বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের পিতা আলহাজ্ব রহমাতিয়া নামে প্রতিষ্ঠিত এ এতিমখানা ও শিশু সদনটি ১৯৯৪ সালে নির্মিত হয়।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে, এতিমখানা পরিচালনা পরিষদের সদস্যরা আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টায় জরুরি সভায় বসেছেন।
খুলনা গেজেট/এনএম