খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

মোংলায় সুন্দরবনের ইকোট্যুরিজম মহাপরিকল্পনা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলের জন্য ‘ইকোট্যুরিজম মাস্টার প্ল্যান’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় ‘ইউএসআইডি ইকোট্যুরিজম এক্টিভিটি’ নামক একটি প্রকল্পের উদ্যোগে এই মাস্টার প্ল্যান প্রণয়নের কাজটি চলছে। এ লক্ষ্যে গত ৩ আগস্ট মোংলার হোটেল পশুর-এ বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পূর্ব বন বিভাগ মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানের শুরুতে ‘ইউএসআইডি ইকোট্যুরিজম এক্টিভিটি’ প্রকল্পের ডেপুটি চিফ অফ পার্টি অধ্যাপক ড. মোঃ ওয়াসিউল ইসলাম মাস্টার প্ল্যানের সার্বিক দিকসমূহ ও এর পদ্ধতিগত বিষয়ে আলোচনা করেন ও প্রত্যেক অংশীজনকে এই ওয়ার্কশপে তাদের বিভিন্ন বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানান। ওয়ার্কশপে সুন্দরবনের পর্যটন খাতের বিভিন্ন সমস্যাগুলোকে চিহ্নিতকরণ, অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা ও বর্তমান পর্যটন নীতিমালা পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এই তিন বিষয়ে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন এবং টেকসই পর্যটন খাতের উন্নয়ন, প্রচার-প্রসার ও ব্যবস্থাপনায় তাদের বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন মোংলা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। মাস্টার প্ল্যানের গুরুত্ব তুলে ধরে তি‌নি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করে ইকোট্যুরিজমের উন্নয়ন করতে হবে। এ কাজে বন বিভাগকে সহায়তা প্রদান করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এছাড়াও ওয়ার্কশপে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নবীউল ইসলাম খান, অধ্যাপক ড. মোঃ আব্দুস সুবহান মল্লিক; সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান; রানা দেব, এসিএফ, চাঁদপাই রেঞ্জ; মোংলা পোর্ট কর্তৃপক্ষের লেঃ কমান্ডার রাসেল আহমেদ খান; কোস্ট গার্ডের লেঃ মুস্তাফিজুর রহমান; টোয়াসের প্রেসিডেন্ট মইনুল ইসলাম ও উপদেষ্টা নজরুল ইসলাম (বাচ্চু), স্থানীয় পরিবেশ কর্মী মোঃ নূর আলম শেখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন সরকারি, বেসরকারি গণ্যমান্য ব্যক্তিগণ, স্থানীয় পর্যটন ব্যবসায়ী, উদ্যোক্তাগণ ও অংশীজন উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

ওয়ার্কশপটি সঞ্চালনা করেন ইউএসআইডি ইকোট্যুরিজম অ্যাক্টিভিটির সোশ্যাল এন্টারপ্রাইজ স্পেশালিস্ট সরোয়ার জাহান মিঠু।

এর আগে গত ১ আগস্ট সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে খুলনায় প্রথম ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন।

উক্ত ওয়ার্কশপ দুটিতে আলোচিত বিভিন্ন বিষয়সমূহ উক্ত ইকোট্যুরিজম মাস্টার প্ল্যান প্রণয়নে প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!