মোংলা বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি বসত ঘরসহ কয়েকেটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। সোমবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে মোংলার বাসস্ট্যান্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আরদেশ আলী জানান, বাসস্ট্যান্ড এলাকায় আগুন লাগার পরপরই ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিক ভাবে ক্ষয় ক্ষতির পরিমান জানা না গেলেও ধারনা করা হচ্ছে ৩০/৪০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায় স্টানের সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্নাঘর থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে আশে পাশের থাকা ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং আরো কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়। আগুনে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।
খুলনা গেজেট/এসজেড