খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

মোংলায় পৌর স্বেচ্ছাসেবক ও কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

মোংলা প্রতিনিধি

পুলিশি অভিযানে নাশকতা মামলায় মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরউদ্দিন টুটুল ও মোংলা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসলাম হোসেন চয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৩ আগষ্ঠ দিবাগতো রাতে মোংলা থানা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন সরকার শেষ সময় এসে আমাদের এক দফা দাবি আদায়ের আন্দোলনকে বিঘ্নিত করতে নেতা কর্মিদের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়ে দমন পিড়ন শুরু করেছে যা খুবই দুঃখ জনক। আমরা আইনি প্রক্রিয়ায় তাদের মুক্ত করবো এবং আমাদের দাবি আদায় না হওয়া পযন্ত আন্দোলন চালিয়ে যাবো।

মোংলা থানার (ওসি তদন্ত) বিধান কুমার বিশ্বাস তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে  জানান, ১৯৭৪ সালের  বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩) /২৫ ধারায় ২৯/৮/২০২২ সালে মোংলা থানায় দায়েরকৃত একটি মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় আসামিদের গ্রেফতার করে ৩ আগষ্ঠ বৃহস্পতিবার  সকালে  বাগেরহাট কোর্টে প্রেরন করা হয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!