ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত মেম্বারের নেতৃত্বে হামলায় এক নারীসহ ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোংলার চিলা ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী বেল্লাল হোসেনের নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
হামলায় স্থানীয় বাসিন্দা ও বর্তমান মেম্বার আবদুল হালিমের সমর্থক ওয়াসিম শেখ (৩৫), জোহরা বেগম (৩৮), মোস্তাকিন(২৭) ও আসাদুল হাওলাদার(২৭) আহত হয়।
হামলার বিষয়ে অভিযুক্ত বেল্লালের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
আহতরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রযেছেন।
আহত ওয়াসিম শেখের দাবি, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী বেল্লাল হোসেনকে ভোট না দেয়ার তাদের উপর হামলা চালানো হয়।
বর্তমান মেম্বার আবদুল হালিম জানান, হামলার ঘটনায় আহত সকলকেই মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
কর্তব্যরত পুলিশ কর্মকর্তা অমিত রায় জানান, অভিযোগ পেয়েছেন এ ব্যাপারে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/ এস আই